Apan Desh | আপন দেশ

‘চাল ব্যবসায়ীরা শিয়ালের চেয়ে ধূর্ত’

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২০:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪

‘চাল ব্যবসায়ীরা শিয়ালের চেয়ে ধূর্ত’

ছবি: সংগৃহীত

চাল ব্যবসায়ীরা শিয়ালের চেয়ে ধূর্ত। চালের বাজার নিয়ন্ত্রণে নতুন আইনে সর্বনিম্ন ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমোদন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৪ ফেব্রুয়ারি) বগুড়ায় চাল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কর্পোরেট গ্রুপের বেচা-কেনাসহ সব ব্যবসায়ীদের একই ধরনের তথ্য নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। বগুড়ায় খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে অসন্তোষ জানান। নিয়মিত তদারকির নির্দেশ দেন তিনি। 

যেসব চালকল মালিকরা মিথ্যা তথ্য দিয়েছে বা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলেন মন্ত্রী। 

সভায় বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা একে অন্যের বিরুদ্ধে চালের দাম বাড়ানোর অভিযোগ আনেন। বগুড়ায় জেলা প্রশাসনের বেঁধে দেয়া চালের দামের চেয়ে খুচরা বাজারে ৪–৫ টাকা বেশি নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ