Apan Desh | আপন দেশ

ফতুল্লায় বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:০১, ২১ এপ্রিল ২০২৪

ফতুল্লায় বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকরা। এতে প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে শ্রমিকদের। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার। 

রোববার (২১ এপ্রিল) দুপুরে বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে।

আন্দোলনকারী বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। কিন্তু ঈদের বোনাস দেয়া হয়েছে। তবে বেতন বকেয়ার ফলে কষ্টে দিন যাপন করছেন তারা।

এর মধ্যেই মালিকপক্ষ দু’দিন কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়৷ এতে বলা হয়, গত ২০ ও ২১ এপ্রিল কারখানার শ্রমিকরা ‘বেআইনিভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করে কর্মবিরতি পালন করছেন৷ এমন পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ২২ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হলো৷

এরপরই বকেয়া বেতনের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছুঁড়ে পুলিশ। জবাবে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা৷ এ সময় পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুঁড়ে। বেলা ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল৷ 

পোশাকশ্রমিক আলামিন মিয়া বলেন, ‘কারখানা ছুটির সময় মোবাইলে বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ৷ গত কয়েক মাস ধরে বেতন নিয়ে এভাবে গড়িমসি করছে৷ এ কারণে আজ শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে।’

সুমি নামে এক নারী শ্রমিক বলেন, ‘আমাগো আর ঈদ আনন্দ নাই৷ রোজার মইধ্যে ডাবল ডিউটি কইরাও বিল পাই নাই৷ এমনকি রোজার ডিউটির সময় ইফতারের খরচটাও দেয় নাই৷ নিজের কষ্টের টাকা পাইতে এখন রইদের মইধ্যে রাস্তায় নামছি৷ এর চেয়ে কষ্টের আর কী আছে!’

তবে কারখানার মালিকপক্ষের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি। আগামী কয়েক দিনের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। আগামী মঙ্গলবারের মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করে দেবেন বলে জানিয়েছেন।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ