Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে ২৭ প্রকল্পের উদ্বোধন ও ১টির ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৫:১২, ৭ জানুয়ারি ২০২৩

গোপালগঞ্জে ২৭ প্রকল্পের উদ্বোধন ও ১টির ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

গোপালগঞ্জ জেলায় বাস্তবায়িত ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১টির 
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।

শুক্রবার (৬ জানুয়ারি) দুই দিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

দুই দিনের সফরের শেষ দিনে তিনি আজ শনিবার বিকাল ৪ টায় ঢাকায় ফিরবেন।

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়