Apan Desh | আপন দেশ

ডিবি সেজে ছিনতাই: গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ১৭ মে ২০২৩

আপডেট: ১৩:১৩, ১৭ মে ২০২৩

ডিবি সেজে ছিনতাই: গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

ফাইল ছবি

ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর অর্থ লুটের অভিযোগে গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি৷ 

মঙ্গলবার (১৬ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ সংগঠনের প্যাডে স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি এদিন রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো৷

ডিবি পুলিশ পরিচয়ে সৌদি আরব প্রবাসী উজ্জ্বল হোসেনের কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গত শনিবার গ্রেফতার হন ছাত্রলীগ নেতা তপু ও তার তিন সহযোগী৷ 

তপু সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে৷ ২০১৯ সালে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সহ-সভাপতির পদ পান তপু৷

পুলিশ জানায়, তপু তার সহযোগীদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে গত ৪ এপ্রিল এক সৌদি আরব প্রবাসীর ১৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছেন৷ গ্রেফতার হওয়ার পরদিন রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা৷ 

মামলাটির তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম বলেন, এর আগেও তারা এই কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন৷ নেতৃত্ব দেয়ার কারণে টাকা ভাগাভাগির সময় তপু বেশি ভাগ নিতেন বলে অপর আসামিরা জানিয়েছেন৷

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান বলেন, ‘আমরা তপুর গ্রেফতার হওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়