Apan Desh | আপন দেশ

খুলনায় সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ কর্মীকে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১১:১৬, ২১ জুলাই ২০২৩

আপডেট: ১৬:৫৫, ২১ জুলাই ২০২৩

খুলনায় সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ কর্মীকে হত্যা

ছবি : সংগৃহীত

তারুণ্যের জয়যাত্রার খুলনা বিভাগীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নড়াইলে দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। নড়াইলের কালিয়া উপজেলার ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আজাদ শেখ (৩০)। তিনি পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।

নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খানম জানান, কালিয়া থানা পুলিশ আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে থেকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। নড়াইল পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে। রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধী শনাক্ত করাসহ গ্রেফতারে তৎপর পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনায় অনুষ্ঠিত যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। ওই মিছিলে যোগ দেন আজাদ শেখ। সমাবেশ শেষে সন্ধ্যার পর পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট পার হন তিনি। ওই সময় দুর্বৃত্তরা হামলা চালালে আজাদ শেখ মারা যান। এ ঘটনায় জনি সরদার নামে এক যুবলীগকর্মী আহত হন। 

আজাদের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, মহানগর যুবলীগ সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পরে যুবলীগ কর্মীকে হত্যার ঘটনা ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার করা এক পোস্টে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আজাদ শেখকে হত্যা করেছে। যুবলীগ খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় পরিকল্পিতভাবে আজাদ শেখকে হত্যা করা হয়।

সংসদ সদস্য তার ফেসবুক পোস্টে লেখেন, 'বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের হামলায় আজ রক্তাক্ত যুবলীগের পরিহিত গেঞ্জি! মৃত আমার যুবলীগের কর্মী! আজ এই হত্যার মাধ্যমে বিএনপি-জামায়াত তাদের সন্ত্রাসী মনোভাবের জানান দিলো। আমি এই হত্যাকাণ্ডের তিব্র নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আজকের ঘটনায় স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর বিএনপি জামায়াত একটি মেসেজ আমাদেরকে দিলো! আমি আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসকারী সকল মানুষদের সজাগ থাকার আহ্বান জানাই। যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। অতএব সাধু সাবধান।'

এদিকে, বিএনপি-জামায়াত এ হামলা চালিয়েছে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে যুবলীগ। যুবলীগের আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ প্রতিবাদ জানান। 

একই সঙ্গে যুবলীগ নেতা আজাদ শেখের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১. যুবলীগ নেতা আজাদ শেখের হত্যার প্রতিবাদে ও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার (২১ জুলাই) বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ। ২. দেশের সকল জেলা-মহানগর-উপজেলা/থানা-পৌরসভা-ইউনিয়ন/ওয়ার্ডে প্রতিবাদ মিছিল ও সমাবেশ।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ