Apan Desh | আপন দেশ

নির্বাচনী দৌঁড়ে বড় জয় ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১৬ জানুয়ারি ২০২৪

নির্বাচনী দৌঁড়ে বড় জয় ট্রাম্পের

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থী হতে চান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে বড় ব্যবধানে জয়ও পেয়েছেন। দেশটির আইওয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে তৃতীয়বার দলের মনোনয়ন পেলেন। ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হলো তার।

আইওয়া ককাসে জয়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, “প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘বিশ্বের সমস্যাগুলো’ গুছিয়ে আনার চেষ্টা করা হবে।” 

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এ রাজ্যে ভোট (ককাস) অনুষ্ঠিত হয়েছে। ভোটে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

আইওয়ার নির্বাচনে ট্রাম্প ২৫ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা রন ডেস্যান্টিস পেয়েছেন ৯ হাজার ৮৮৮ ভোট। আর নিকি হ্যালি পেয়েছেন ৯ হাজার ২৬৯ ভোট। চতুর্থ স্থানে থাকা বিবেক রামস্বামী পেয়েছেন ৩ হাজার ৭৪৬ ভোট।  

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হলো আইওয়া রাজ্য থেকে। বিবিসি বলছে, মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে রিপাবলিকান ভোটাররা ভোটকেন্দ্রে আসেন।

আরও পড়ুন>> রোজার আগে উপজেলা পরিষদ নির্বাচন

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ককাসে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আইওয়ায় ৪৮ শতাংশ ভোটারের প্রথম পছন্দের প্রার্থী হচ্ছেন ট্রাম্প।
 
আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়