Apan Desh | আপন দেশ

জাতিসংঘ দূত

গাজার শিশুরা অস্বাভাবিক আকার নিয়ে জন্মাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৬ মার্চ ২০২৪

গাজার শিশুরা অস্বাভাবিক আকার নিয়ে জন্মাচ্ছে

ছবি: সংগৃহীত

গাজায় দখলদার ইসরায়েলিদের তান্ডবের পাঁচ মাস পেরিয়েছে। এ সময়ে অঞ্চলটিতে বিপুল পরিমাণ বোমা ফেলেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে খাদ্যের প্রবেশ। এ অবস্থায় অঞ্চলটিতে নেই চিকিৎসা সুবিধাও। সব মিলিয়ে এক নারকীয় জীবন যাপন করছে ২৪ লাখ গাজাবাসী। তাদের এ যন্ত্রণার আগুনে ঘি ঢালছে অস্বাভাবিক আকারে জন্ম নেয়া নবজাতকেরা। 

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ফিলিস্তিনে নিযুক্ত দূত ডমিনিক অ্যালেন গতকাল শুক্রবার এ ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, গাজার বিভিন্ন হাসপাতাল ঘুরে যে চিত্র দেখা গেছে, তা কেবল ‘দুঃস্বপ্নের’ সঙ্গেই তুলনীয়। 

ডমিনিক অ্যালেন আরও জানিয়েছেন, গাজার হাসপাতালগুলোয় যেসব শিশু জন্ম নিচ্ছে, তারা আকারে অনেক ছোট এবং খুবই দুর্বল অবস্থায় জন্ম নিচ্ছে। আর মায়েদের সিজারিয়ান অপারেশন করা হচ্ছে পর্যাপ্ত অ্যানেসথেসিয়া ছাড়াই।

আরও পড়ুন>> গাজার ত্রাণকেন্দ্রে হামলা, জাতিসংঘের কর্মীসহ নিহত ৫

ইউএনএফপিএ’র এ কর্মকর্তা সংস্থাটির অধিবেশনে জেরুজালেম থেকে ভিডিও কলে যুক্ত হয়ে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ সপ্তাহে গাজার ১০ লাখ নারী ও কিশোরীর ভবিষ্যত নিয়ে আতঙ্কিত হয়ে গাজা ছেড়ে চলে যাচ্ছি...এবং বিশেষ করে প্রতিদিন গড়ে যে ১৮০ জন নারী সন্তান জন্ম দিচ্ছেন, তাদের জন্যও আমি আতঙ্কিত।’ 

গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার আলোকে ডমিনিক অ্যালেন বলেন, ‘চিকিৎসকেরা বলছেন, তারা আর স্বাভাবিক আকারের কোনো শিশুর জন্ম দেখছেন না। তারা নিয়মিতই যা দেখছেন, দুঃখজনকভাবে তা হলো—আরও বেশি বেশি মৃত শিশুর জন্ম...এবং আরও বেশি নবজাতকের মৃত্যু। যেগুলো অপুষ্টি, পানিশূন্যতা ও অন্যান্য জটিলতার কারণে ঘটছে।’ 

এ সময় তিনি গাজায় আরও বেশি বেশি স্বাস্থ্যসেবা উপকরণ ও রসদ পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, ‘সেই সব শিশুর থাকার কথা তাদের মায়েদের কোলে, মৃতদের জন্য নির্ধারিত কোনো বডি ব্যাগে তাদের থাকার কথা নয়।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়