Apan Desh | আপন দেশ

দুই কবির দুই কবিতা

আপন দেশ

প্রকাশিত: ২১:১৩, ২১ মার্চ ২০২৩

দুই কবির দুই কবিতা

প্রতীকী ছবি

টিপ সমাচার

ফৌজিয়া আক্তার রুবি

কথা ছিল,

এক পাটি সিঁথি করে

কপালের ঠিক মাঝখানে টিপ পরে

শহর প্রদক্ষিণ করবো দুজন।

কে জানতো, শহরেরও প্রেমিকা আছে।

পিচঢালা পথটা সেদিন আমার সিঁথির মতন।

আকাশটা যেন আমার চওড়া কপাল,

তার ঠিক মাঝখানটায় আমার টিপের মতো ঝলঝলে এক চাঁদ।

কে পড়ালো তার কপালে টিপ!

কে ছড়ালো এমন মুগ্ধতা!

                    ০০০

আমার তুমি

চৌধুরী আব্দুল হাই

উদ্যানের হাজারো ফুলের শোভা ম্রিয়মাণ

যেখানে তুমি আছো সৌন্দর্যে দাঁড়িয়ে |

আমি মেনে নিতে পারিনা রঙ্গিন পাপড়িরা সুন্দর

তোমার ওষ্ঠ সমিরনে মেলে পাখা প্রজাপতি চিত্রল

আমি পাই না হাজার সুবাসিত ফুলের মাঝে

তোমার সুবাস|

চিকন চাহনি ভালোবাসা অম্লান

লম্বা নাকের মাঝে হিরক ফুল

বিছায়ে ছো পথের সমান

পাইনা খুঁজে তোমার মুঠো ভরা কেশে

দেবার ফুল

তোমার গোলাপি ললাটে |

কি ভাবে আঁকবো রেনুর চুম ?

কোত্থেকে এনে দেবো আপেল রঙ

সাজাবো কি দিয়ে ভুরু ?

তুমি নিজেইতো শাশ্বতী ফুল

লম্বা গ্রীবায় প্রভুর সাতনরী হার

ঝুলায় বুকে উপরে নিচে

অষ্টাদশী মায়া ভার

শিল্পীর সত্তা রূপায়নে

বুদ্ধিমত্তা জমিনে আর কার

লাখো ফুলের শোভা

সুবাস তুমি ছাড়া আছে কিসে আর  ?

০০০০

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়