Apan Desh | আপন দেশ

চুয়াডাঙ্গা সীমান্তে আরেক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা সীমান্তে আরেক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

নিহত রবিউল ইসলাম

চুয়াডঙ্গা: ১৫ দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে আবারও এক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার সময় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে রবিউল ইসলাম নামে ওই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে তারা।

নিহত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একই জেলার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের নোনাগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি করে হত্যা করে মো. মিজানুর রহমান নামে এক বাংলাদেশিকে।

ঠাকুরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রবিউল ইসলামসহ ৩-৪ জন বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের রাঙ্গিয়ারপোতা গ্রামে গরু আনতে যান। রাত ১২টার দিকে গরু নিয়ে ফেরার সময় ঠাকুরপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল ইসলাম। এসময় রবিউল ইসলামের সহযোগীরা পালিয়ে এসে প্রাণে রক্ষা পান।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মাহাবুর রহমান বলেন, রবিউল হক অবৈধভাবে মালামাল পারাপার করতেন বলে শুনেছি। গতরাতে মালামাল পারাপার করতে ভারতে গেলে ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন তিনি।

কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম জানান, রবিউল ইসলামের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলা হাসপাতালে রাখা আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, ঠাকুরপুর সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ হস্তান্তর কখন হবে সেটা পরে জানানো হবে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ