Apan Desh | আপন দেশ

‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিচ্ছন্নকর্মীদের পাশে প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:১৩, ২৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:১৭, ২৩ জানুয়ারি ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিচ্ছন্নকর্মীদের পাশে প্রধানমন্ত্রী’

ছবি: আপন দেশ

রাজধানীর পরিচ্ছন্নতাকর্মী তেলেগু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুব শান্তি সংঘের ব্যানারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আধুনিক ভবন নির্মাণ করে দিচ্ছেন। এবং কোটা ভিত্তিক চাকরিও দিয়েছেন। বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিচ্ছন্নতা পেশার গুরুত্ব অপরিসীম। 

বাবু বলেন, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, মানবিক কাজ করবেন। আশা করি, বাংলাদেশের সকল স্তরের সামর্থবান ব্যক্তিরা এগিয়ে আসবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব শান্তি সংঘের সভাপতি ইস্রাফিল শেখ, সঞ্চালনা করেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন।

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়