Apan Desh | আপন দেশ

জাবিতে ছাত্রলীগ নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৪

জাবিতে ছাত্রলীগ নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। তার বিরুদ্ধে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে ছয় হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগে, জমি দখলসহ নানা অভিযোগে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নেতাকর্মীদের লিটনবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। এতে অংশ নেন দুই শতাধিক নেতাকর্মী।

জাবি ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে গত ২৩ জানুয়ারি আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগ তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এর মাঝেও ৩১ জানুয়ারি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করেই কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যই এটা করা হয়েছে। এখন আমরা তার পদত্যাগ দাবি করছি।’

সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার বলেন, ‘শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাতে তার পদে থাকার কোনো অধিকার নেই। সে ছাত্রলীগের কেউ হলেও আমরা তাকে বর্জন করব।’

আরও পড়ুন>> ঢাকা কলেজে সাংবাদিককে ঘণ্টাব্যাপী পেটাল ছাত্রলীগ কর্মীরা

সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব বলেন, ‘শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। ১০ দিন পর তারা প্রতিবেদন জমা দিবে। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিধার্রণ করব।’

গত ২৩ জানুয়ারি লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছয় হলের সাধারণ সম্পাদকের অনুসারীরা। চলমান দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন হল, রবীন্দ্রনাথ, রফিক-জব্বার, আলবেরুনি হল, মীর মশাররফ, সালাম-বরকত হলের সাধারণ সম্পাদকের প্যানেলের নেতাকর্মীরা যোগ দেন। 

বিদ্রোহী অনুসারীদের কালো পতাকা মিছিলের বিষয়ে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘কালো পতাকা মিছিল বা এ ধরনের কর্মসূচির কথা শুনিনি। কেন্দ্র ইতোমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্র যে নির্দেশনা দেয় আমি সে অনুসারে চলব। যদি অভিযোগ প্রমাণিত হয়, কেন্দ্রীয় ছাত্রলীগ যে নির্দেশনা দিবে আমি তাই মেনে নিব।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়