Apan Desh | আপন দেশ

অস্কারে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ১৩ মার্চ ২০২৩

আপডেট: ১৩:০৭, ১৪ মার্চ ২০২৩

অস্কারে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন যারা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলছে বিশ্ব চলচ্চিত্রের জমকালো আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। সেখানে জড়ো হয়েছেন হলিউডসহ বিশ্বের বিনোদন জগতের নামি-দামি সব তারকারা। এখন পর্যন্ত অধিকাংশ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া শেষ। ঘোষিত হয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার।

অস্কারের এবারের আসরে সেরা চলচ্চিত্র ক্যাটগরিতে পুরস্কার জিতেছে, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট। চলচ্চিত্রটি নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট জিতে নিয়েছেন সেরা পরিচালকের খেতাবও।

কেবল তাই নয়, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে আরো একটি পালক। এই চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫ত অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এই অভিনেত্রী।

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘দ্য মামি’ ট্রিলজির রিক খ্যাত অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। দ্য হোয়েল সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। 

এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনিত হয়েছিলেন তিনি। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার পান কুয়ান।

এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ান সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী দুটি পুরস্কারই পেলেন একই চলচ্চিত্রে কাজ করা দুই শিল্পী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়