Apan Desh | আপন দেশ

জায়নামাজে প্রতিকৃতি ব্যবহার বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ২৯ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৮:৪২, ২৯ জানুয়ারি ২০২৪

জায়নামাজে প্রতিকৃতি ব্যবহার বন্ধে রিট

ফাইল ছবি

জায়নামাজে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধ প্রয়োজন। নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান।

সোমবার (২৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দাখিল করা হয়। এতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবগণকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ মামলাটি দাখিল করেন। আগামী সপ্তাহে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে। 

আপন দেশ/এসএমএ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়