Apan Desh | আপন দেশ

সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান ডোনাল্ড লুর

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৯ অক্টোবর ২০২৩

আপডেট: ১১:৩৬, ২৯ অক্টোবর ২০২৩

সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান ডোনাল্ড লুর

ফাইল ছবি

ঢাকায় সংঘটিত ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় লু বলেছেন, আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই।

আরও পড়ুন <> হরতালের সমর্থনে রাজধানীতে এলডিপির বিক্ষোভ

ডোনাল্ড লু বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

তিনি বলেন, একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া এবং একটি হাসপাতালে আগুন দেয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে- তা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ