Apan Desh | আপন দেশ

ঢাবিতে নুরের ওপর হামলার বিচার চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ৪ আগস্ট ২০২৩

আপডেট: ২১:৩০, ৪ আগস্ট ২০২৩

ঢাবিতে নুরের ওপর হামলার বিচার চায় জামায়াত

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নূরুল হক নূরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।

সংহঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আজ ( ৪ আগষ্ট) বিবৃতিতে বলেন, গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ( একাংশ) ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সুপরিকল্পিভাবে হামলা করা হয়েছে। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন <<>> জামায়াতের সমাবেশ স্থগিত, সারাদেশে বিক্ষোভ রোববার

তিনি বলেন, বিরোধীমতের রাজনৈতিক নেতাদের উপর হামলা-মামলা ও সভা-সমাবেশে বাধা প্রদান বর্তমান ক্ষমতাসীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। 

অবিলম্বে নূরুল হক নুরের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়