Apan Desh | আপন দেশ

ইতালিতে প্রথমবার মাইকে আজান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ২৮ মার্চ ২০২৪

ইতালিতে প্রথমবার মাইকে আজান

ইতালির পালেরমো শহর, ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে ইতালি সরকার। মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির পালেরমো শহরের একটি মসজিদের মাইকে উচ্চস্বরে আজান দেয়া হয়।

প্রায় ২২ লাখ মুসলমান বসবাস করেন ইতালিতে। স্থায়ী-অস্থায়ী সব মিলে দেশটিতে মসজিদ রয়েছে কয়েকশ। কিন্তু, মসজিদ থাকলেও এতদিন মাইকে উচ্চস্বরে আজান দেয়া আইনত নিষেধ ছিল। তবে এবার প্রথমবারের মতো ইতালির মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি মিলেছে। পবিত্র রমজান মাসে সিসিলির পালেরমো শহরের একটি মসজিদে আজান দেয়ার অনুমতি দেয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত মুসলমানরা।

আরও পড়ুন <> দুই ফিলিস্তিনিকে হত্যা শেষে মরদেহ বালুচাপা

২৬ মার্চ যখন মসজিদে উচ্চস্বরে মুয়াজ্জিন আজান দেন, সেসময় পালেরমো শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মসজিদে আজান দেয়ার অনুমতি এমন সময়ে এলো, যখন দেশটির বিভিন্ন শহরে স্থানীয় মেয়ররা বহু মসজিদ বন্ধ করে দিয়েছেন। যদিও জানা গেছে, দেশটির মনফালকনে বন্ধ করে দেয়া দুটি মসজিদ আবারো খুলে দেয়ার আদেশ দিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট।

সিসিলি প্রদেশটিতে ৮৩১ সাল থেকে ১০৬১ সাল পর্যন্ত  মুসলিম আমিরদের শাসন ছিল। বর্তমানে সেখানে আবারো মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি হওয়ায় বেশ খুশি মুসলিম সম্প্রদায়। তাদের আশা, গোটা দেশেই উচ্চস্বরে মসজিদে আজান চালু হবে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়