Apan Desh | আপন দেশ

খুলনারমুখে বিজয়ের হাসি, তিনবারই ছিল মলিনমুখ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ১৭ জানুয়ারি ২০২৩

খুলনারমুখে বিজয়ের হাসি, তিনবারই ছিল মলিনমুখ

ছবি: সংগৃহীত

চতুর্থ ম্যাচে এসে দুরন্তরুপে দেখা গেল খুলনা টাইগার্সকে। শক্তিশালী রংপুর রাইডার্সকে ব্যাটের ধাক্কায় হারিয়ে দিয়েছে। ৯ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে খুলনাইয়া তামিমরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে তীরে উঠে যায় খুলনা। ৪ ওভারে ১৪ রানে চার উইকেট নেয়া খুলনার পাক পেসার ওয়াহাব রিয়াজ জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

লো স্কোরিং ম্যাচে জয়ের টার্গেটে খেলতে নেমে খুলনা টাইগার্সের হয়ে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ও মুনিম শাহরিয়ার। দলীয় ৪১ রানের মাথায় মুনিম শাহরিয়ার (২১ বলে ২১ রান) বিদায় নিলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছান তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

৪৭ বলে ৬০ রানের দারুণ অপরাজিত ইনিংস খেলেন তামিম। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। অন্যদিকে ৪২ বলে দুটি চার ও এক ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন জয়।

এর আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর। চোটের কারণে এই ম্যাচে অনুপস্থিত  ছিলেন নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তার বদলে কাণ্ডারির দায়িত্ব পালন করেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।

সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান। ওপেনার পারভেজ হোসেন ইমন ২৫, মোহাম্মদ নাঈম ১৩, রাকিবুল হাসান ১২ রান করেন। বাকিরা ছিলেন েহাটাহাটিতে। খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ওয়াহাব রিয়াজ। আমাদ বাট তিনটি, নাহিদুল ইসলাম দুটি উইকেট নেন।

চার ম্যাচে তিন হার ও এক জয়ে দুই পয়েন্ট পাওয়া খুলনা রয়েছে তালিকায় পঞ্চম স্থানে। পাঁচ ম্যাচে পাঁচ জয় পাওয়া সিলেট সবার উপরে। চার ম্যাচে দুটি করে জয় ও হারে চার পয়েন্ট নিয়ে রংপুরের অবস্থান তৃতীয়।

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়