Apan Desh | আপন দেশ

টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছাদূত উসাইন বোল্ট 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:৫১, ২৫ এপ্রিল ২০২৪

টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছাদূত উসাইন বোল্ট 

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন থেকে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টকে নিয়োগ দিয়েছে আইসিসি।

ক্যারিবীয় তারকা অর্থাৎ জামাইকায় জন্ম নেয়া বোল্ট ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে একের পর এক কীর্তি গড়েন। স্বর্ণ জিতে ইতিহাস গড়েন। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটারে দ্রুততম দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েন। 

আরও পড়ুন <> বার্সাতেই থাকছেন জাভি

টি-২০ বিশ্বকাপে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বোল্ট, ‘আসন্ন বিশ্বকাপে আমাকে শুভেচ্ছাদূত করায় আমি উচ্ছ্বসিত। আমার জন্মস্থান ক্যারিবীয় অঞ্চলে। এখানে ক্রিকেট জীবনেরই একটা অংশ। ক্রিকেট আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।’ 

ক্রিকেট যুক্তরাষ্ট্রের বাজার ধরতে পারলে দারুণ ব্যাপার হবে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘যদিও বিশ্বকাপে আমি ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করবো, তারপরও বলবো- ক্রিকেটকে যুক্তরাষ্ট্রে নিতে পারা বড় ব্যাপার। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া বাজার এটি।’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়