Apan Desh | আপন দেশ

প্রধান বাজারে পতনের সঙ্গে লেনদেন ৫৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ১৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:০৪, ১৬ এপ্রিল ২০২৪

প্রধান বাজারে পতনের সঙ্গে লেনদেন ৫৪০ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৬ এপ্রিল) মূল্য সূচকের পতন হয়েছে। পতনের মধ্যেই এদিন ৫৪০ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, আজ ডিএসই প্রধান সূচক-ডিএসইক্স ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ সূচক-ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক এদিন ২ পয়েন্ট কমে ২ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এদিন ৫৪০ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। মোট ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৫টি কোম্পানির।

এদিকে সিএসই সূত্রে জানা গেছে, আজ সিএসই প্রধান সূচক-সিএএসপিআই ০ দশমিক ১০ শতাংশ কমে ১৬ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ০ দশমিক ১৮ শতাংশ কমেছে। সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ০৬ শতাংশ, সিএসসিএক্স কমেছে ০ দশমিক ০৭ শতাংশ এবং সিএসআই কমেছে ০ দশমিক ০৬ শতাংশ।

এদিন ২০১টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছে; যার মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির। মোট ৯ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ২৯৪ টাকার লেনদেন হয়েছে।

আপন দেশ/টি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়