Apan Desh | আপন দেশ

ব্লকে ৭৩ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২২ এপ্রিল ২০২৪

ব্লকে ৭৩ কোটি টাকার লেনদেন

ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩১টি কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ কোটি ০৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ এপ্রিল) ব্লকে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৪৯ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১১ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা।

এছাড়া, এদিন ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার, বিকন ফার্মার ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ