Apan Desh | আপন দেশ

দর বাড়ার শীর্ষে অলিম্পিক, কমার শীর্ষে বিডি থাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৩ এপ্রিল ২০২৪

দর বাড়ার শীর্ষে অলিম্পিক, কমার শীর্ষে  বিডি থাই

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩১০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। অন্যদিকে ৫০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। এ শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। শেয়ারদর ৭ দশমিক ৫২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, জাহিন টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, ঢাকা ডায়িং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং আমান ফিড লিমিটেড।

এদিকে এই বাজারে ৫০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। তাদের মধ্যে দর বাড়ার তালিকায় শীর্ষে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এ শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। 
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন। এ শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

দর বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সালভো কেমিক্যাল, ফার্মা এইড, আফতাব অটো এবং ই-জেনারেশন লিমিটেড।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ