Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারের গুরুত্ব বাড়বে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ৪ জুন ২০২৩

আপডেট: ১৭:২৫, ৪ জুন ২০২৩

শেয়ারবাজারের গুরুত্ব বাড়বে : পরিকল্পনামন্ত্রী

ছবি : আপন দেশ

আমরা অর্থনীতির উন্নয়নের পথে রয়েছি। এখনো শেয়ারবাজারকে হয়তো তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আস্তে আস্তে এর গুরুত্ব বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (৪জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে সিএসজেএফ অডিটোরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আগামী বাজেটে শেয়ারবাজার কিছুই পায়নি, এ কথা আসলে সঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে দ্বৈত কর প্রত্যাহার, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হারের ব্যবধান বাড়ানো এবং সব ধরনের বন্ড মার্কেটকে সম্পূর্ণ করমুক্ত করার বিষয়গুলো বাজেটে বিবেচনা করার জন্য জানাব।

এতে আরও বক্তব্য দেন বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও, ডিএসই চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু প্রমুখ।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়