Apan Desh | আপন দেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী র‌্যাবের হাতে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ১৭ জানুয়ারি ২০২৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী র‌্যাবের হাতে গ্রেফতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা

বগুড়া থেকে র‍্যাবের কাছে গ্রেফতার হয়েছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা (৭২)। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গাইবান্ধার নাজমুল হুদা (৭২) কে বগুড়া শহর থেকে গ্রেফতার করে র‍্যাব।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা নাজমুলকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে, র‍্যাব-১২’র স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা হয় নাজমুল হুদার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা, লুণ্ঠন ও নারী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে নাজমুলকে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এরপর থেকেই তিনি শুরুতে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। গত তিনমাস ধরে বগুড়ায় অবস্থান করছিলেন নাজমুল হুদা। 

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়