Apan Desh | আপন দেশ

বাংলাদেশের উন্নতি দেখে লজ্জা পান শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ২৩:১৩, ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশের উন্নতি দেখে লজ্জা পান শেহবাজ শরিফ

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। তাদের দিকে তাকালে এখন লজ্জিত হই। বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (২৪ এপ্রিল) দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। খবর হিন্দুস্থান টাইমসের।

শেহবাজ শরীফ বলেন, ১৯৭১ সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। 

তিনি বলেন, দেশটির উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হই। কারণ, বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনও অনেক পিছিয়ে আছে।

এদিন দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা নতুন প্রধানমন্ত্রীকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসাবিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে। ফলে শেহবাজ শরীফের ওপর বেশ চাপ রয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়