Apan Desh | আপন দেশ

শ্রীলঙ্কার অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৪৪, ২৮ মার্চ ২০২৪

শ্রীলঙ্কার অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে

ফাইল ছবি

টানা ছয় প্রান্তিক নেতিবাচক থাকার পর ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে শ্রীলঙ্কার অর্থনীতি। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেউলিয়াত্বের শিকার দেশটি। গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক এমন তথ্য প্রকাশ করেছে। খবর ইকোনমিক টাইমস।

সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা জানিয়েছে, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছিল। এর আগে পর পর ছয়টি প্রান্তিক ছিল নেতিবাচক অবস্থায়।

কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে, শ্রীলঙ্কার সার্বিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ৬ দশমিক ৪ থেকে ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৯ শতাংশে কমেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ শ্রীলঙ্কার গ্রস অফিশিয়াল রিজার্ভ ৪৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে পিপলস ব্যাংক অব চায়না থেকে প্রাপ্ত কারেন্সি সোয়াপ সুবিধাও অন্তর্ভুক্ত।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়