Apan Desh | আপন দেশ

পথচারীদের শরবত খাওয়ালো ‘স্বপ্ন’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:২৭, ২৭ এপ্রিল ২০২৪

পথচারীদের শরবত খাওয়ালো ‘স্বপ্ন’

ছবি: সংগৃহীত

সারাদেশে টানা তাপপ্রবাহ বইছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রোদ আর গরমে কাহিল হয়ে পড়ছেন। সেসব পিপাসার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছু দিন এমন উদ্যোগ নেয়া হবে। এ সময় লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত শরবতে পথিকের তৃর্ষ্ণা নিবারণ করা হবে।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির নাসির জানান, ঢাকাসহ দেশবাসী এখন প্রচন্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় স্বপ্ন থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাই তাদের জন্য এ প্রচেষ্টা।

আপন দেশ/এমএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়