Apan Desh | আপন দেশ

বান্দরবানে কেএনএফের সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২০ মে ২০২৩

আপডেট: ১৫:৩৬, ২০ মে ২০২৩

বান্দরবানে কেএনএফের সম্পৃক্ততার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

ছবি: সংগৃহীত

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে লোঙা খুমি নামে এক ব্যক্তিকে (৩৮) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শুক্রবার (১৯ মে) সকালে তাকে রুমা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটক লোঙা খুমি (৪০) বান্দরবানের রুমা থানার ৩নং ওয়ার্ডের ঙাচা খুমী’র ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বান্দরবানের রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর জানান, শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা লোঙা খুমিকে রুমা থানায় সোপর্দ করে। কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের মাধ্যমে বান্দরবানে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়