Apan Desh | আপন দেশ

মহাখালীতে ট্রনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মহাখালীতে ট্রনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই ৩ শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর।

>>> আরও পড়ুন: ঢাকার জলাবদ্ধতা থেকে কবে মুক্তি মিলবে?

তিনি বলেন, সকালে মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলো ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী কমিউটার  ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কারো নাম পরিচয় জানা যায়নি। 

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়