Apan Desh | আপন দেশ

সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২২ টহল দল মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ১৯ ডিসেম্বর ২০২৩

সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২২ টহল দল মোতায়েন

ফাইল ছবি

সারা দেশে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‌্যাবের ১৩০টি টহল দল রয়েছে।  

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান পৃথকভাবে এসব তথ্য জানান।

শরীফুল ইসলাম বলেন, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন <> বিএনপির দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আ ন ম ইমরান খান বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

ইমরান বলেন, প্রতীক বরাদ্দের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র‌্যাব।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়