Apan Desh | আপন দেশ

১১২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:৫৪, ১৭ এপ্রিল ২০২৪

১১২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুসারে ১১২টি উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তফসিল অনুসারে, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮মে, আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। 

এ ধাপে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। আর বাকিগুলোতে হবে ব্যালটে।

এদিকে, আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার ছিল ১৫০টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়