Apan Desh | আপন দেশ

গয়েশ্বরকে ডিবিতে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ২৯ জুলাই ২০২৩

আপডেট: ১৪:৩৭, ২৯ জুলাই ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাকে আটক করা হয় এবং চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

আরও পড়ুন <<>> বিএনপির অবস্থান কর্সূচিতে ব্যাপক ধরপাকড়, সংঘর্ষ. মাইক নিল পুলিশ

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াবাজারে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি ধোলাইখাল তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলে পুলিশ। তবে, তারা অবস্থান কর্মসূচি পালন নিয়ে অনড় অবস্থানের কথা জানায়।

নয়াবাজারে কর্মসূচি পালনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গুরুতর আহত হন এবং তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় পুলিশ তাকে প্রথমে একটি বন্ধ দোকানের শাটার তুলে তার মধ্যে প্রবেশ করায়। পরে সেখান থেকে বের করে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। এ সময় সেখানে অবস্থানকারী গণমাধ্যমকর্মীরা ‘তাকে কোথায় নেয়া হচ্ছে’ প্রশ্ন করলে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন- তাকে চিকিৎসা দিতে নেয়া হচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়