Apan Desh | আপন দেশ

এক্স ব্যবহারে গুনতে হবে ফি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১৭ এপ্রিল ২০২৪

এক্স ব্যবহারে গুনতে হবে ফি

ছবি: সংগৃহীত

সোশাল হ্যান্ডেল এক্স (সাবেক টুইটার) ব্যবহারের জন্য এবার গুনতে হবে টাকা৷ এমনই ঘোষণা করলেন এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক৷ তবে নয়া এ নিয়ম শুধমাত্র নতুন ইউজারদের জন্যই প্রযোজ্য৷ এক্সের নিয়ম পরিবর্তন প্রসঙ্গে সম্প্রতি একটি টুইট করেন এক ইউজার৷ সেই টুইটের উত্তরে ইলন জানান, বট সমস্যার সমাধানের জন্য নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে৷

ইলন বলেন, ‘‘এক্সে কিছু লেখা বা পোস্ট করার জন্য দুর্ভাগ্যবশত নতুন ইউজারদের অল্প কিছু টাকা দিতে হবে৷ বট সমস্যা সমাধানের এটাই একমাত্র উপায়৷ বর্তমান এআই-এ সহজেই ‘আপনি কি একজন বট’ পাস করতে পারে৷”

প্রথম তিন মাসের জন্যই এ চার্জ দিতে হবে৷ তারপর পোস্ট করার জন্য আর কোনও টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন ইলন৷ তবে অন্য কারও অ্যাকাউন্ট ফলো করার জন্য কোনও টাকা দেয়ার প্রয়োজন নেই৷ যদিও এক্সে নতুন অ্যাকাউন্ট খোলার পর বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে৷ সেই ফি-এর পরিমাণ ঠিক কত হবে, তা উল্লেখ করেননি ইলন৷

ঠিক কীসের জন্য এ চার্জ?

‘নট-এ-বট’ শর্তাবলির আওতায় ইউজারদের এক্সে অন্যান্য টুইট পোস্ট, শেয়ার, বুকমার্ক এবং কমেন্টের জন্য বার্ষিক ফি দিতে হবে৷ অবশ্য এক্সের প্রতিটি ক্ষেত্রেই চার্জ কার্যকর করতে চাইছেন ইলন মাস্ক৷ ব্যবসা ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য এ চিন্তা তার বহুদিনের৷

সম্প্রতি ইলনের নেতৃত্বে স্প্যাম অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলে টুইটার৷ এর ফলে বহু ইউজারের ফলোয়ারের সংখ্যা অনেক কমে যায়৷ সেই সময় টুইটার ব্যবহার বন্ধ করে দেন অনেকে৷ ইউজারদের ‘অভিমান’ ভাঙাতে ইলন জানান, বট এবং স্প্যামের সমস্যা সমাধানের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে৷ এবার সেই একই কারণে নতুন নিয়ম কার্যকর করছেন এক্সের কর্ণধার৷

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়