Apan Desh | আপন দেশ

দ্রুততম গোলের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২৪ মার্চ ২০২৪

দ্রুততম গোলের বিশ্বরেকর্ড

ছবি : সংগৃহীত

মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার কিক-অফের পর দ্রুত সতীর্থের পাসে বল পেলেন। সেখান থেকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে তার ডান পায়ের নিচু শটে বল আশ্রয় নিল জালে।

খেলার মাত্র ছয় সেকেন্ডই গোল! আর এতেই হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্বরেকর্ড।

আরও পড়ুন <> মদ কোম্পানির লোগো ছাড়া মাঠে মোস্তাফিজ

শনিবার (২৩ মার্চ) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে জেতে অস্ট্রিয়া। দারুণ এই জয়ের ম্যাচে রেকর্ড গড়েন ২৪ বছর বয়সী বমগার্টনার।

জার্মানির লুকাস পোডলস্কির আন্তর্জাতিক ফুটবলে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল। সাবেক মিডফিল্ডার ২০১৩ সালে প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের সাত সেকেন্ডে গোল করেছিলেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়