Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৬:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ফাইল ছবি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২৩ কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ৯৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৮১৮ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১১ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ৬২৫৮ দশমিক ৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ২১৩১ দশমিক ২৮ পয়েন্ট। ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৩৬১ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং সিরামিক, আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুড, বিএসসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও জেমিনী সী ফুড।  

দর বৃদ্ধি:

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পেপার প্রোসেসিং, মনোস্পুল পেপার, ইস্কয়ার নিট কম্পোজিট, এএফসি এগ্রো, বিডি ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল, জেমিনী সী ফুড, ইবিএল ফার্স্ট মিঃ ফাঃ ও এক্টিভ ফাইন।    

দর পতন

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সাফকো স্পিনিং, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, সিকদার ইন্স্যুরেন্স, আফতার অটোমোবাইস, ইনটেক লিঃ, এনভয় টেক্সটাইল, মিথুন নিটিং, ফু-ওয়াং সিরামিক ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।   

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়