Apan Desh | আপন দেশ

সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ৩ মার্চ ২০২৪

সূচকের পতনে চলছে লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ মার্চ)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে। ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১৩৩টির। অপরিবর্তিত রয়েছে ৭৫টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৮২ লাখ ৮১ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯০১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ৪০টির। অপরিবর্তিত রয়েছে ২০টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়