Apan Desh | আপন দেশ

শেয়ার বাজারে সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ৩১ মে ২০২৩

আপডেট: ২০:৩২, ৩১ মে ২০২৩

শেয়ার বাজারে সূচকের পতন অব্যাহত

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক পতনে বুধবার (৩১ মে) লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজার মূলধন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর পতন  হয়েছে বেশি। তবে আগের কার্যদিবস চেয়ে  লেনদেন পরিমান বেড়েছে।

প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমেছে বাজার মূলধন। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। 

সূত্র মতে, বুধবার ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এই ধরনের লেনদেন গত ২০৩ দিন বা ১৩৭ কার্যদিবস মধ্যে সেরা লেনদেন হিসেবে বিবেচ্য হয়েছে। এর আগে গত বছরের ৮ নভেম্বর লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৭১৯ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭৩ হাজার ৯২৮ কোটি টাকা। 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪টি এবং কমেছে ১১৫টির।  ১৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।শেয়ারদর সবচেয়ে  ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লি: এর বেশী কমেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬২ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪০ পয়সা।  কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯.০৩ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ৮.৫৯ শতাংশ, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্সের ৬.৭৩ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৬.৬৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৫.৯৮ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ৫.৬৭ শতাংশ, কর্ণফূলী ইন্সুরেন্সের ৫.৩৫ শতাংশ, ঢাকা ব্যাংকের ৫.৩০ শতাংশ এবং ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের ৫.৩০ শতাংশ শেয়ারদর কমেছে।

 আপনদেশ/ এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়