Apan Desh | আপন দেশ

‘নির্বাচনের দিন অসহায় ছিলাম’

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৮ জানুয়ারি ২০২৪

‘নির্বাচনের দিন অসহায় ছিলাম’

ছবি: আপন দেশ

দ্বাদশ সংসদ নির্বাচনের দিন নিজেরা অসহায় ছিলাম। নির্বাচন কমিশন সরকার, প্রিজাইডিং অফিসারসহ প্রশাসন সরকার পক্ষের হয়ে কাজ করেছে। সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। সরকারের ইচ্ছেমত প্রার্থীদের জেতানো হয়েছে। এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম। সকাল থেকেই বিভিন্ন আসনে সমস্যা নিয়ে কথা বলেছি। নির্বাচন কমিশনকে কিন্তু সমাধানের কথা বললেও সমাধান হয়নি। প্রিজাইডিং অফিসারসহ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে।’
 
‘ঢাকা-১ আসনে জোর করে সিল মেরে সালমা ইসলামকে হারিয়ে দিয়েছে। কুমিল্লা-১ আসনে আমির হোসেন ভূঁইয়া, জামালপুর-৩ আসনে সামসুল ইসলাম লিপ্টন, নরসিংদী-২ আসনে রফিকুল ইসলাম, কক্সবাজার-৪, লালমনিরহাট-৩ জাহিদ হাসান, গাইবান্ধা-৩ আসনে মইনুল রাব্বী, নারায়নগঞ্জ-১ আসন, রংপুরের-৪ ও ৬ আসনে আমাদের লোককে মেরে সিল মেরে জোর করে নিয়েছে। আমরা অসহায় হয়ে গেছি। এইসব আসনে আমরা প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের কোন সহযোগিতা পাইনি। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা এসব আসনে জয়ী হয়ে আসতাম।’

তিনি বলেন, ‘সরকার সমঝোতার কথা বলে, ২৬ আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে সেই সব আসনে শক্তিশালী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দিয়ে, তাদের পক্ষে কাজ করেছে। আমরা এজন্যই বলেছি, আমরা কোন জোটে বা সমঝোতায় নির্বাচনে অংশ নেইনি।’

দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান এখন কি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি যেখানে ছিল সেখানেই আছে। আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়, আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবো।‘

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়