Apan Desh | আপন দেশ

ক্ষেতে বিষ দিয়ে ৪০০ কবুতর হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ক্ষেতে বিষ দিয়ে ৪০০ কবুতর হত্যা

ছবি: সংগৃহীত

মটরশুটি ক্ষেতে দেয়া বিষে ৪০০ কবুতর মারা গেছে। অভিযোগ ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার তার কোনো আফসোস নেই বলে জানিয়েছেন। ঘটনাটি যশোরের মণিরামপুরে তাজপুর গ্রামের। অভিযুক্ত সাজ্জাত ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।

জানা যায়, উপজেলার তেঁতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ দেন। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪০০ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। এ ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি চান তারা।

আরও পড়ুন>> বাবার মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

ক্ষেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেছেন। বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ দিয়েছি। এতে কবুতর মারা গেলে আমার কিছু করার নেই।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, কবুতরকে মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়