Apan Desh | আপন দেশ

ভাসানচরে বিস্ফোরণে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ভাসানচরে বিস্ফোরণে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোহেল (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডি্যোল কলেজ (চমেক) হাসপাতালে শিশুটি মারা যায়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, নোয়য়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।  তিনি বলেন, মারা যাওয়া রোহিঙ্গা শিশু সোহেলের শ্বাসনালি ও শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন <> শান্ত সীমান্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচ শিশুসহ নয় জন দগ্ধ হয়। আহতদের প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওইদিনই সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান। 

হাসপাতালে আনার পথে রাসেল নামে আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন মোবাশ্বেরা (৪) ও রবি আলম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়।

আপন দেশ/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়