Apan Desh | আপন দেশ

বিয়ের আসরে বর-বরের পিতা কেন বাঁধা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ১৮ এপ্রিল ২০২৪

বিয়ের আসরে বর-বরের পিতা কেন বাঁধা?

ছবি : আপন দেশ

বিয়ের অনুষ্ঠান। কিন্তু বর ও বরের বাবা রশি দিয়ে বাঁধা। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিও শেয়ার দিয়ে দাবি করছেন যে, বিয়েতে যৌতুক দাবি করায় তাদেরকে রশি দিয়ে বেঁধে রেখেছে কনেপক্ষ। ঘটনাটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার। তবে এটি ওই এলাকার ঘটনা নয় বলে দাবি উপজেলা প্রশাসনের।

ভিডিওতে কনের বাবাকে বলতে শোনা যায়, ‘যৌতুক দেয়া-নেয়া নিয়ে কোনো কথা হয়নি। এখন কাবিনের সময় ছেলের বাবা বলতেছে তাদেরকে গাড়ি (মোটরসাইকেল) দিতে। আমি গরিব মানুষ, গাড়ি কোথা থেকে দিব? আমার সেই সামর্থ্য নেই।’

পাশ থেকে একজন প্রশ্ন করেন- যৌতুক দেয়ার বিষয়টি কি কাবিনের আগে আলোচনা হয়েছে? উত্তরে তিনি বলেন, ‘না, এ ধরনের কোনো কথা হয়নি। এখন হুট করেই তারা দাবি করছেন।’

আরও পড়ুন <> ফেসবুক লাইভে অস্ত্রাগার দেখিয়ে চাকরি হারালেন এসপি

সোশ্যাল মিডিয়ায় দাবি করে বলা বলা হচ্ছে, ‘বিয়েতে যৌতুক চাওয়ায় বর ও বরের পিতাকে রশি দিয়ে বেঁধে রেখেছে কনের পরিবার। ঘটনাটি ঘটে দিনাজপুর জেলা খানসামা উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া চৌরাঙ্গির বাজারে।’

আদতে ওই ইউনিয়নে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, যে বাজারের কথা বলা হচ্ছে, সেটি দুই ইউনিয়নের সংযোগস্থল। একইসঙ্গে আমার ইউনিয়নের দুই ওয়ার্ডের সীমানা। এরকম কোনো ঘটনা আমার ইউনিয়নে ঘটেনি। এটি সম্পূর্ণ অসত্য। 

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন জানান, এটি তার উপজেলার ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে।

ঘটনাটি তাহলে ঠিক কোথায় সংঘটিত হয়েছে তা অজানাই রয়ে গেল। 

আপন দেশ/এসএমএ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়