Apan Desh | আপন দেশ

যশোরে ১ কেজি ৫১৫ গ্রাম ওজনের ১৩ স্বর্ণের বার উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১২:৪২, ১ এপ্রিল ২০২৩

আপডেট: ১২:৫০, ১ এপ্রিল ২০২৩

যশোরে ১ কেজি ৫১৫ গ্রাম ওজনের ১৩ স্বর্ণের বার উদ্ধার

ছবি : আপন দেশ

যশোরের চৌগাছার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ৫১৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ হাসান জামিল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন স্বর্ণ পাচারকারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ থেকে স্বর্ণ ভারতে পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে টহলদল কপোতাক্ষ নদীর তীরে অবস্থান করে। রাত ৭টার দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। টহলদল ব্যক্তিটিকে ধাওয়া করলে সে ভারতের দিকে পালিয়ে যায় এবং ব্যক্তিটির কোমরে বেঁধে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। বারগুলোর ওজন এক কেজি ৫১৫ গ্রাম; যার বাজারমূল্য এক কোটি একান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা।

আটককৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপন দেশ/প্রতিনিধি/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়