Apan Desh | আপন দেশ

আবাদে প্রণোদনা পাচ্ছেন ভোলার ১১ হাজার কৃষক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ৩ জুলাই ২০২৩

আপডেট: ১৯:৪৩, ৩ জুলাই ২০২৩

আবাদে প্রণোদনা পাচ্ছেন ভোলার ১১ হাজার কৃষক

ফাইল ছবি

ভোলা ৭ উপজেলায় চলতি আমন মৌসুমে ১১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি প্রণোদনা পাচ্ছেন। আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষক ৫ কেজি করে আমনের উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এসব কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মোট কৃষকের মধ্যে সদর উপজেলায় ২ হাজার কৃষক, দৌলতখানে ১ হাজার ২০, বোরহানউদ্দিনে ১ হাজার ১৫০, লালমোহনে ১ হাজার ৩০০, তজুমদ্দিনে ৭৮০, চরফ্যাশনে ৪ হাজার ৫০ ও মনপুরায় ৭০০ কৃষক রয়েছেন। এছাড়া জেলায় চলতি বছর ১ লক্ষ ৭৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর জানান, উচ্চফলনশীল আমন আবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার এসব প্রণোদনা দিচ্ছে। এক বিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষক এসব বীজ-সার পাবে। ফলে কৃষকদের আগ্রহ বাড়বে আমন চাষে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়