Apan Desh | আপন দেশ

মানিকগঞ্জে ৩৫৬ জন শিক্ষার্থীরাদের মাঝে ট্যাব বিতরণ করলেন এম পি মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ১০ জুলাই ২০২৩

আপডেট: ১৮:০৭, ১১ জুলাই ২০২৩

মানিকগঞ্জে ৩৫৬ জন শিক্ষার্থীরাদের মাঝে ট্যাব বিতরণ করলেন এম পি মমতাজ

ছবি : আপন দেশ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম উপজেলার ২৪ টি বিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করেছেন।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজন ও পরিসংখ্যান জনশুমারি গৃহগণনার সহযোগিতায় উপজেলার ২৪ টি বিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণে অনুষ্ঠানের আয়োন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ বেগম বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আইসিটির আওতায় আনা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান ও সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার। জেলা পরিসংখ্যানের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মিনার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম আব্দুল হান্নান, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

এ সময় এমপি  মমতাজ বেগম আরও বলেন, আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের ধারাবাহিকতার কারণেই অবহেলিত বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সারাদেশে শিক্ষার্থীদের হাতে উন্নতমানের শিক্ষা উপকরণ হিসেবে ট্যাবলেট তুলে দিচ্ছেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার বলেই বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের মাঝে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে নাম লিখেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়