Apan Desh | আপন দেশ

বছরে ৪ বার শিক্ষক নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৪

বছরে ৪ বার শিক্ষক নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

ছবি: সংগৃহীত

অনেকটা সময় ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব। বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট আরও তীব্র। নিয়োগ দিতে ব্যর্থ হচ্ছে সরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে দায়িত্ব নিয়েই উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন নতুন শিক্ষামন্ত্রী। শিক্ষক সংকট মেটাতে নতুন নির্দেশনা দিয়েছে মহিবুল হাসান চৌধুরী। বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে বলেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এনটিআরসিএ অফিসে চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মান বৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয়, এনটিআরসিএ-কেই তা করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, দেশের সব শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসির সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে এমপিও নীতিমালায় সংশোধনের প্রয়োজন হলে, সে বিষয়ে সুপারিশ করতে এনটিআরএ’র প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং এনটিআরসিএ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়