Apan Desh | আপন দেশ

‘মা’ হচ্ছেন জয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:৩৯, ২৭ এপ্রিল ২০২৪

‘মা’ হচ্ছেন জয়া

ছবি: সংগৃহীত

ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। তবে ‘ডিয়ার মা’ শিরোনামের সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন জয়া।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নতুন এ সিনেমাটি নিয়ে জয়া বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরী ১০ বছর পর বাংলা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সবশেষ তিনি ‘বুনোহাঁস’ পরিচালনা করেছিলেন। তার পরিচালনায় হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ সিনেমায় কাজ করেছি। এবার বাংলা সিনেমায় কাজ করব।

তিনি আরও বলেন, এখন প্রচণ্ড গরম। শুটিং শুরুর আগে চরিত্রটি নিয়ে প্রস্তুতির কাজ চলছে। স্ক্রিপ্ট পড়ছি, নিজেরা আলোচনা করছি, আশা করছি ভালো কিছু হবে।

‘ডিয়ার মা’ সিনেমার চরিত্রটি নিয়ে জয়া বলেন, মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। প্রথমবার এমন চরিত্র করছি। মা-সন্তানের গল্প। মা-সন্তানের সম্পর্কের গল্প। দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এ সিনেমায়।

সিনেমাটিতে অন্যতম প্রধান চরিত্র জয়া আহসান। এ সম্পর্কে তিনি বলেন, ভালো গল্পের জন্য সবসময় অপেক্ষা করি। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি। ‘ডিয়ার মা’ তেমনই একটি কাজ হবে।
 
জয়া ছাড়া ‘ডিয়ার মা’ সিনেমায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও অভিনয় করবেন। অভিনেত্রীর স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রায় স্যানালকে। জয়া অভিনীত কলকাতায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূতপরী’। সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে।

শিগগির নতুন সিনেমার শুটিং শুরু করবেন জয়া। মূলত এ কারণেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি।

আপন দেশ/এমএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত নায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার হজযাত্রার ফ্লাইট চালু, বিমানে হজযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর, মিলল ৪৯ মরদেহ বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ চলচ্চিত্র প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার