Apan Desh | আপন দেশ

সুফি গানে ‘বুকার’ জিতলেন আয়ারল্যান্ডের পল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ২৭ নভেম্বর ২০২৩

সুফি গানে ‘বুকার’ জিতলেন আয়ারল্যান্ডের পল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ। তিনি সুফি গান লিখে প্রথমবারের মতো এ মর্যার্দাপূর্ণ পুরস্কার পেলেন। খবর বিবিসির

এ বছর আন্তর্জাতিক বুকার ‍পুরস্কার দেয়া হয়েছে সুফি গানের জন্য। কর্তৃত্ববাদীদের হাতের মুঠোয় থাকা আয়ারল্যান্ডের একটি ডিস্টোপিয়ান ইমেজ তুলে ধরেন তিনি। এতে এমন একটি পরিবারের গল্প তুলে ধরেন তিনি- যেখানে তারা ভয়ংকর এক নতুন বিশ্বের সঙ্গে লড়াই করছে, আর সেখানে গণতান্ত্রিক নিয়ম-কানুন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। 

লিঞ্চ বলেন, সিরিয়ার যুদ্ধ এবং শরণার্থী সংকট থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সুফি গান লেখেন। 

আরও পড়ুন <> যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট বিয়ে’ করলেন মৌসুমী!

পল লিঞ্চ লিমেরিকে জন্মগ্রহণ করেন এবং তিনি এখন ডাবলিনে থাকেন। তিনি বলেন, এই উপন্যাসটি লেখা সহজ কাজ ছিল না।

তিনি আরও বলেন, এই বইটি কোন রাজনৈতিক বই নয়। এটি শেষ করতে তার ১৮ মাস সময় লেগেছিল। এ পুরস্কারের জন্য ৫০ হাজার পাউন্ড পাবেন তিনি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়