Apan Desh | আপন দেশ

আইফায় সেরা হৃতিক-আলিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ২৮ মে ২০২৩

আপডেট: ১৭:০১, ২৮ মে ২০২৩

আইফায় সেরা হৃতিক-আলিয়া

ফাইল ছবি

আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা) ২৩তম আসরে বসেছিল তারার মেলা। সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফাতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা এবারের আইফায় হাজির ছিলেন।

শনিবার (২৭ মে) অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার (আইফা) অ্যাওয়ার্ডসের ঘোষিত হয়েছে এবারের সেরাদের তালিকা।

এবছর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে অজয় দেবগণের ‘দৃশ্যম টু’। এছাড়াও ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হৃতিক রোশন। অপরদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

এক নজরে দেখে নেয়া যাক আইফা অ্যাওয়ার্ডস ২০২৩-এর বিজয়ীদের তালিকা।

সেরা অভিনেতা: হৃতিক রোশন (বিক্রম বেদা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়ারি)

সেরা সিনেমা: দৃশ্যম-টু

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)

সেরা নবাগত অভিনেত্রী: খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (জুগজুগ জিয়ো)

সেরা সহ-অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়