Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১৬ এপ্রিল ২০২৪

ইসরায়েলি হামলায় সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায়, তবে এবার জবাব দিতে তেহরান আর ১২ দিন দেরি করবে না। এমনকি ঘণ্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। এমনটাই জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। ইসরায়েল এ হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ ও বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তারা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এ সুযোগ আসত না। আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে।’ 
 
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলি বাঘেরি আরও বলেন, ‘এক্ষেত্রে ইহুদিবাদীরা আর ১২ দিন সময় পাবে না। এমনকি, দিন বা ঘণ্টার হিসাব করেও সেই হামলার জবাব দেয়া হবে না, জবাব দেয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে।’

ইরানের এ কূটনীতিক বলেন, ‘অনেক আগেই ইসলামি প্রজাতন্ত্র (ইরান) যখন তার স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদীদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি তাদের (ইসরায়েলিদের) পরবর্তী অপকর্মের জবাব দেয়া জন্যও পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে।’ 

এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেছেন, ‘এক দিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা—যার ফলে একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে—তার জবাব অবশ্যই দেয়া হবে।’ হালেভি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান, যা আগে কখনোই ঘটেনি। আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।’

হালেভি বলেন, ‘গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এ হামলার জবাব অবশ্যই দেয়া হবে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়