Apan Desh | আপন দেশ

গণতান্ত্রিক শক্তির সমন্বিত লড়াই চান মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ মার্চ ২০২৪

গণতান্ত্রিক শক্তির সমন্বিত লড়াই চান মির্জা ফখরুল 

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা দুঃসময় অতিক্রম করছি। আমাদের সকল আশা-আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা চলছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেছি। একদফার আন্দোলনে সকল গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে চূড়ান্ত আন্দোলনে বিজয় অর্জিত হবে, ইনশাআল্লাহ্।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতারপূর্ব আলোচনায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের পতন ঘটাতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। ৩১ দফা আন্দোলন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ৬৩ দল ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সরকারের পতন ঘটিয়ে সাধারণ মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুনুর রশিদ, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বাংলাদেশ এলডিপির মো. ফরিদ উদ্দিন, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

আপন দেশ/এবি/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়