Apan Desh | আপন দেশ

‘তথ্য অধিকার আইন প্রয়োগে সুশাসন নিশ্চিত হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

‘তথ্য অধিকার আইন প্রয়োগে সুশাসন নিশ্চিত হবে’

ছবি: সংগৃহীত

তথ্য প্রাপ্তি সকল নাগরিকের অধিকার। তথ্য অধিকার আইনের সফল, যথাযথ প্রয়োগে জবাবদিহিতা বৃদ্ধি পায়। নিশ্চিত হবে জনগণের অধিকার ও সুশাসন। বলেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।
 
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসির উদ্যোগে রংপুরে পর্যটন মোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

ড. রুমানা ইসলাম বলেন, তথ্য অধিকার আইন গণতান্ত্রিক চিন্তার ফসল। সংশ্লিষ্ট বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ভুল বা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তথ্য। তথ্য থাকলে অনিয়ম সম্ভব হতো না। আমরা চাইছি সবার কাছে যেন যথাযথভাবে তথ্য সরবরাহ হয়। আবেদনে তথ্য পাওয়ার ক্ষেত্রে রংপুর বিভাগ সারাদেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বিএসইসি’র ডিজিটাল সিস্টেমের উল্লেখ করে তিনি বলেন, কমিশন তার তথ্য প্রাপ্তির বিষয়টি ডিজিটাল করতে কাজ করছে। উপস্থিত সকলকে এর অধিকার সম্পর্কে জানার অনুরোধ করেন তিনি।

উপস্থিত ছিলেন কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, উপ-পরিচালক জিয়াউর রহমাান ও রংপুরের শেয়ার বাজার অংশীজনরা।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়